জীবনের গান কেমন হয়? একি শিবরঞ্জনীয় বিরহ আবহ,  
নাকি মিয়াকিমল্লারের আষাঢ়ীয় উচ্ছাস। একি অমর
সাফল্যগাঁথা, নাকি হৃদয়বিদারক শোক। একি ফেলে আসা
সুদূর অতীতের না বলা কথা, নাকি কবিতা উপন্যাস
আর ইতিহাস।


জীবনের চাওয়া কাকে বলে? একি মোটা অংকের কিছু সম্পদের
মালিক হতে পারা, নাকি অনেক বিনিময়ে সমাজের উপকারে
আসা। একি স্বার্থপরতার আয়নায় নিজেকে নিজের বৃত্তে সুখে
রাখা, নাকি মানুষকে আমৃত্যু ভালবেসে জীবনের সব কিছু উজাড়
করে দেয়া। নাকি জীবনের চাওয়া আসলেই অন্তহীন!


জীবনের স্বপ্ন কেমন হয়? একি ঘুম থেকে জেগে উঠে কল্পনায়
দেখা নিজের বিশাল মাজার, ফুলে ফুলে ছেয়ে থাকা তার তল,
নাকি কাঙ্ক্ষিত প্রেয়সীকে বিনা কসরতে আজীবন কাছে পাওয়া।
একি কেবল স্বপ্ন আর স্বপ্ন দেখা, নাকি জীবনের আঙ্গিনায় তার
দৃশ্যমান অস্তিত্ব খুঁজে পাওয়া।


জীবনকে নিয়ে জীবনের গান, জীবনের চাওয়া, জীবনের স্বপ্ন
এমন অনেক ভাবনাদের মাঝে মনে হয় এত কিছুর বাইরেও তো
ছোট ছোট কত কি সূচনা থাকে। থাকে জীবনের গল্প, জীবনের
ভাংগা গড়া, জীবনের হাসি কান্না। আর থাকে জীবনের শেষ চাওয়া-  
যে চাওয়ার শেষটাও নয় শেষ।