নেই, কোন মিডিয়াতেই নেই আহাজারি বিজ্ঞপ্তি,
আমি হারিয়ে যাইনি যে আমায় পাবে না খুঁজে,
তোমাদের আসরে ডুবে থেকে আমার যা প্রাপ্তি,
তা যেন ক্ষুদ্র সীমার মাঝেও অসীমকে নেয় বুঝে।


সারা দিনমান আমি আছি অসংখ্য কোলাহলে,
কখনও আড্ডা, কখনও সেমিনার কিংবা মিছিলে,
আমি আছি বর্ষায় প্রতিক্ষিত আষাঢ়ী মেঘের আড়ালে,
আমি আছি মৌসুমী গুঞ্জরণে, ফুল ও ফলের ডালে ডালে।


আমাকে খুঁজতে হবে না বন্ধু, চোখ মেললেই পাবে দৃষ্টিতে,
যেখানে দৃষ্টি স্থীর সেখানে আমায় খুঁজো ভালবাসার অনুভবে,
আমার আমিকে যত্নে রেখেছি প্রকৃতির সকল অনাবিল সৃষ্টিতে,
বরং তুমিই হারিয়ে যেও না বন্ধু, পাশে থেকো অনন্ত কলরবে।