মনের সাথে মন একাকার না হলে এমনটিই হয়,
তখন দূরত্ব বাড়ে ভালবাসায়, তখন দূরত্ব বাড়ে মতের,
দূরত্ব বাড়ে পথের। শেষে দূরত্ব বাড়তে বাড়তে একদিন  
কাছের মানুষটির আরাধ্য ঠিকানাও হয় অচেনা, অজানা।


মনের সাথে মন না মিললে- ফুল হয়ে যায় কাঁটা, প্রেম
হয় বিরহ, মধু হয় বিষ, আদর হয় নেকামো, মায়া হয়
কুহেলিকা। আর পাশাপাশি থাকা নয়- তখন কারও
ছায়াও না মাড়াতে অন্ধকার হয় আরাধনা।


আমি মনের সাথে মিল আর অমিল নিয়ে ভাবি, দিন রাত
বসে ভাবি। আমি আকাশের কাছে জানতে চাই- কোন
ভালবাসার টানে জল ভরা মেঘ ফিরে ফিরে আসে তার বুকে,
আমি সাগরের কাছে জানতে চাই- কোন ভালবাসার টানে
নদী ছুটে আসে তার কাছে? আমি রাতের কাছে জানতে চাই-
কোন ভালবাসার টানে আলো ভরে দেয় তার খোলা আঙ্গিনা?


ওরা সকলেই বলে- মিল আর অমিল তো হয় বস্তুর সাথে
বস্তুর। আর  প্রেম, ভালবাসা, মায়া, আদর, অভিমান হয়
কেবল একটা মনের সাথে আর একটা মনের। যে মনে
থাকে ত্যাগ, যে মনে থাকে তিতিক্ষা। কেননা ত্যাগ-তিতিক্ষার
বিপরিতেই কেবল থাকে প্রেম আর ভালবাসা।    


আমি প্রাকৃত মন নিয়ে ভাবি, তাহলে কি আকাশের মন
আছে, মন আছে কি  সাগরের, আঁধারেরও কি সুন্দর একটা
মন আছে? হতেই পারে। কেননা তারা তো ত্যাগেরই সৃষ্টি,
ত্যাগেরই প্রতীক, তিতিক্ষার রুপ, তাদেরও তো স্রষ্টা আছে।
আর মন ছাড়া কি স্রষ্টা হয়, সৃষ্টি হয়, প্রেম অথবা ভালবাসা হয়!