খুব জানতে ইচ্ছে করে, অতি উষ্ম উত্তেজনায় সুর্যের
প্রথম চুম্বন যে দিন ছিলো এই কোমলমতি মাটির বুকে,
সে দিন তার বুকে কি শিহরণ জেগেছিল। সে ভালবাসার
মুহুর্তে কি স্বপ্ন দেখেছিল যুবক সুর্য? অথবা যুবতী মাটি  
প্রতিশ্রুতির লজ্জায় কি ঢেকেছিল তার সবুজ মুখ কোন
রঙ্গের ছটায়!  


সারা দিনমান সুর্যের আলো ছাপিয়ে যে রাতটি প্রথম
দেখেছিল চাঁদের মুখ, জোস্নার আলোয় আধো উন্মুক্ত
হয়েছিল তার  শরীর, খুব জানতে ইচ্ছে করে সে রাত
প্রথম প্রথম কি  খুব অসুখী ছিল চাঁদের জন্য- তার
অবগুন্ঠন লুন্ঠিত ছিল বলে? নাকি চাঁদের সেই ভালবাসায়
সে আজও অনেক সুখি।


কখনও কখনও খুব জানতে ইচ্ছে করে, পাহাড়ের ঝর্ণা
বুকে করে যে নদীটি প্রথম সাগরের বুকে গড়েছিল তার
মোহনা, নোনা জলের বুকে সে মিলনের আনন্দ ছিল কি
মধুর, কি ভাবে গ্রহন করেছিল সাগর সেই আত্মহারা নদীর  
মিষ্টি জল। সাগরের বিশালতায় সে জল কি আজও তার
নোনা বুকে মেটায় জলজ তৃষ্ণা?


যে মানব মানবী প্রথম দেখায় ভালবেসে গড়েছিল তাদের
সুখের বাসর, সে কামনার ক্ষনটি কি ছিল যুবক সুর্যের
অথবা যুবতি রাত্রির গভীরে? জানতে বড্ড ইচ্ছে করে-    
সে দিন প্রকৃতি, আকাশ, সাগর, পাহাড়, নদী অথবা
বাতাসে বাতাসে ছিল কি অনন্ত কানাকানি সেই দীর্ঘ
চুম্বন আর মিলনের তৃপ্তি নিয়ে!


আর যাই হোক, সেখানে নিশ্চয়ই ছিল না অবিশ্বাস,
ছিল না তিক্ততা, ছিল না সংঘাত, ছিল না ছলনা, ছিল
না বিশ্বাস ঘাতকতা, ছিল না ভুল বুঝাবুঝি। তাইত  
আমার জন্য তোমাকে নিয়ে যতই ভাবি ততই মনে হয়,
আমার প্রথম দেখা, প্রথম প্রেম, আমার প্রথম চুম্বন
অথবা আমাদের প্রথম মিলন যেন হয় প্রকৃতিময়।