কোন্ বেড়া জালে আট্‌কালো আমার মনপাখি,
আদর করে গানের সুরে যতই করি ডাকাডাকি,
সকাল, সন্ধ্যা, রাত্রি কিংবা দুপুর,
তবু বুকের মধ্যে ঘুমায় সমুদ্‌দুর।
মেঘের ডাকেও দেয়না কোন সাড়া,
আমি কেবল বরষা চোখে হোচ্ছি দিশেহারা।


জানি, পাখি বন্দী থাকে বুকের খাঁচায়,
শুনি, খাঁচার মধ্যে ভিন্ন মনি কোঠায়,
আট্‌কা পাখির জানটা নাকি!
আমি কাঁদলেও কাঁদে না সে পাখি-
যদি না কাঁদে পাখির আপন প্রান,
দেখি, আমার মধ্যে আমিই এখন দু’খান।