-                                
                                  কি
                                শোভা
                              কি মায়া,
                             আমার  এ
                           জন্ম   ভূমির
                          সবুজ    প্রান্তরে,
                        আকাশে ভাসে মেঘ
                      বাতাসে পাখীরা  উড়ে
                     স্বপ্ন বাঁধে বাসা অন্তরে।
                    কোলাহলে যে নদীর ঘাট
                  দিনমান  হয়ে  থাকে  চঞ্চল
                 বৃদ্ধ  বট বৃক্ষ  ছড়ায়ে   আঁচল
                ছায়ায় ঢাকে তার বিরহী অঞ্চল।
               সাগরের  জল  চুম্‌  দেয় পাদদেশ,
            পাহাড়ের মাথা দ হয়ে ছোঁয় পরিবেশ।
          এমন মায়ায় ভরা  শোভায় ভরা কোথায়
         আছে এমন দেশ, সে যে আমার বাংলাদেশ।
       আমার জন্মভূমি, মা’র হাসি মুখ স্বাধীন স্বদেশ।
....................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। সম্পাদনায় দেখাচ্ছে স্মৃতি সৌধ কিন্তু সংরক্ষনে তা এক পেশে হয়ে যাচ্ছে। সৌধ কবিতায় এটা আমার ৩য় প্রয়াস...