-                        
                        সে
                       গ্রাম
                      আমার
                     জন্মভূমি।
                    পুকুর  ঘাটে
                    চাঁদ ভরা রাতে
                  কোকিল গায় গান,
                 চন্দ্র আলোয় রাতকে
               ভাবে দিন, বেভুল পাখি
               গ্রামের মায়ায় উদাসীন-
             চোখের কোনে বসন্ত রঙ্গিন,
            তাইত পাখি গাইছে আজও গান।
            সংগী পাখির বিরহ জ্বালার মত-
          আমিও যে এখন বিরহ জ্বালায় মরি,
         অনেক ইচ্ছার কবর দিয়ে যাই কি ছাড়ি,
        আমার মায়ের আঁচল যেথায় সবুজ শাড়ি।
      শহরে এখন পেটের ক্ষুধায় গড়েছি আবাস,
     ছটফটিয়ে মরে আমার স্বপ্ন বুকের জিন্দা লাশ,
    তবুও হেথায় গ্রামের টানে জন্ম নিচ্ছে গভীর শ্বাস।
   একদিন আমি আসবই ফিরে জন্মভূমি আপন গ্রামে,
  যেথায় স্মৃতি সৌধ হবে, খোদাই থাকবে কথা আমার নামে।
....................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। সম্পাদনায় দেখাচ্ছে স্মৃতি সৌধ কিন্তু সংরক্ষনে তা এক পেশে হয়ে যাচ্ছে। এডোমিনে সাহায্য কামনা করছি। সৌধ কবিতায় এটা আমার ৫ম প্রয়াস...