পদ্মাপাড়ে মা তার পদ্মার রাক্ষুসে জল ছুঁয়ে আহাজারি করে বলতে থাকে,
খাবি মানুষ খাবি খা, আর কত মানুষ খাবি? আমার আরও দুইডা
ডাঙ্গর বেটা আছে, পারবি ওদেরকে খেতে, দেখ না চেষ্টা করে? পারবি না।
ওদের গায়ে অসুরের মত শক্তি। বরং ভীম হয়ে তোর সব জল শুষে খাবে
এক নিঃশ্বাসে। শুধু পারলি আমার কমলমতি, সুন্দর সহজ সরল
মেয়েটাকে গিলে ফেলতে।


এমন কথা বলতে বলতে মা তার আবার কাঁদে আর বার বার বলতে থাকে
ছোট বেলার মত করে আবার বল না মা, আধ আধ ফোটা মুখে বল না সেই
শেখানো মিষ্টি rhyme, কতবার যে মিষ্ট হাসি মুখে সুর করে
দুষ্টুমিতে শুনিয়েছিস-  
“Twinkle, twinkle, little star,
How I wonder what you are.
Up above the world so high,
Like a diamond in the sky”।


তারপর আবার কাঁদে আবার হাসে। নদীর খর স্রোতে কান পাতে, হাত পা
ছুঁড়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা আমার মরেনি, এই তোমরা কান পাত
নদীর জলে, শু্নো  শুনো আমার সোনা মনি কি সুন্দর করে rhyme বলছে-
“Twinkle, twinkle, little star,
How I wonder what you are.
Up above the world so high,
Like a diamond in the sky”।


মা তার কিছুতেই মানতে চায় না এমন সোনার মত মেয়ে তার মরে যেতে
পারে, কেউ তাকে মেরে ফেলতে পারে, যেখানে স্বয়ং স্রষ্টাও তাকে মেরে ফেলতে
পারে বলে বিশ্বাস হয় না মায়ের, সেখানে পদ্মার জল কি করে গিলে ফেলবে
তার বুকের ধনকে!