বয়স এখন শেষের কোঠায়,
আক্কেল দাঁত ওঠা না ওঠায়
কি এসে যায়?
হায়!
কি হবে এখন খাঁটি সোনা চিনে,
রাত্রি কিবা দিনে,
ঘষে ঘষে কষ্টিপাথরে?
এখন হাঁটছে জীবন সুগন্ধী আতরে।


অন্তিম লেবাস শুভ্র কাফন,
ভাবছি না আর কে হল আপন,
অথবা কে হল পর অন্তরালে।
কি হবে আর মায়ার জালে
জড়িয়ে জীবন অন্তীমে?
এ যেন সুর্য গেছে ঢলে এখন পশ্চিমে।


তবুও আঁধার নামার আগে,
আবির ছড়ানো সসীম ফাগে,
মায়ায় জড়ায়ে র'য় গৃহস্থ সন্ধ্যা,
তখন অজান্তে খুঁজে ফিরি অলকনন্দা।
যেথা আত্মা আমার অবিনশ্বর।
হে ইশ্বর!


তুমি ক্ষমা করো আমার
সকল জ্ঞানের আঁধার,
রেখ না আমায় সমাবেশ শরমে!
যদি ভুল করে থাকি অজান্তে কোন করমে।
ইজ্জত রেখ আমার সেই পরকাল জনমে,
এ টুকুই শেষ চাওয়া কবিতা ও কলমে।