এখন বুঝি আমার এই অসম্ভব আমিকে কখনও আমরা করা
যায় না। অর্থাত তুমি, আমি এবং সে। যখন দেখি  আমার
ভেতর আমিই আমরা হয়ে আছি তখন মনে হয় তোমাকে
ভালোবাসার জন্য যত কথা বলেছি তার সকলই ছিল
আপেক্ষিক ভাললাগা, ভালবাসা, কাছে আসা, স্বপ্নে ভাসা
সংক্ষিপ্ত ভূল ব্যাখ্যা।


আসলে তোমার তুমিও তাই। আমার এমন ভাবনা তোমাকে
বার বার শক্ত করেছে তোমার আত্মবিশ্বাসী ভালবাসার মন,
তাই তুমি আমাকে ভুল বুঝে সরে আছ দূরে। এখন হয়ত
নিজেকে নিয়ে তোমার অন্ধ ভালবাসায় ডুবে আছ কোন
অজানা সমুদ্রের নিকট গভীরে ডুব চর হয়ে, তাই ভাবনারা
এখন এক মুখি, অন্ধ এবং অন্ধকার।


অথচ যখন জাগবে চর, ভাসবে আলোর বন্যায়, দূর হবে
সকল অন্ধকার, তখন দেখবে সেখানে সবুজের সমারোহ,
দেখবে সেখানে বিচিত্র জীবনের আনাগোনা। সব কিছুকে
উপেক্ষা করে নিজের মতই নিজে অনেক ভাগে সাজছে
অখন্ড ডুব চর। আমার আমিকে নিয়ে ডুব চরের মত
এমন করেই একদিন দেখবে তুমিও তোমার ভেতর তোমার
জন্যই অনেক হয়ে আছ যেখানে তোমার অন্ধ ভালবাসায়
আমি ছিলাম ক্ষণিকের অতিথি।