সভ্যতার দরজায় করছে আঘাত,
আমি দেখছি নির্ঘাত-
তলে তলে মরে মরে যাচ্ছে বিবেক,
এ যেন প্রতিক্ষায় থাকা ঠুকতে পেরেক,
মানবতা আর মূল্যবোধের কফিনে,
অসহ্য সময়ে যাচ্ছে দিন গুনে গুনে।
এই যদি হয় প্রযুক্তি উন্নয়নের অবদান
তাহলে কি লাভ বল করে এ আহ্বান?
ধূতি লুঙ্গি ছেড়ে হও আধুনিক,
বার হাত শাড়ির স্থলে জায়গা নিক্‌
স্যালোয়ার কামিজ কিংবা হাইহিল,
বাপ-দাদার ঐতিহ্য পায়ে দোলে অনাবিল
ভাসুক জীবব ফাষ্ট ফু্ড আর শপিং মলে।  
হাতে মুঠো ফোন আর মুখে মিথ্যার আড়ালে,
রঙ্গিন শার্টের কলারে টাইয়ের ফাঁস,
সত্য এড়িয়ে এ কেমন সভ্যতার প্রকাশ!
যেখানে মানুষের প্রতি মানুষের মায়া,
যাচ্ছে হারিয়ে ফেলছে ছায়া,
নির্দয়, নিষ্ঠুর, নির্মমতা,
সেখানে প্রেম বোধের কবিতা!
যায় না লেখা, যায় না ভাবা,
আজও তাই বুকে ধারণ করছি কাবা,
যদিও সে অনেক পুরনো অনেক আদি,
তবুও আমি নির্জনে একা বসে কাঁদি।
ফিরিয়ে দাও আমায় বাপ-দাদার পরম্পরা,
আমি চাইনা এ প্রযুক্তিগত সভ্যতার ধারা।