বৃষ্টি শুধু বৃষ্টি-
আজ লাগছে কি যে মিষ্টি,
যেন তা চোখের জলে ভেজা,
তোমার ভীরু সে দৃষ্টি।।

ঐ আকাশ কি আজ হ’ল
তোমার দু’নয়ন,
তাতে মেঘ ভেসে এলো
কাজল বরণ।
জলে ভরা সে মেঘ,
নেমে এসে আধেক,
ভিজিয়ে দিল মরু সৃষ্টি।।


ঐ নদী কি হারালো
জলে ভরা কূল,
তাতে এ মন কেন হ’ল
এতোই ব্যাকুল।
সে কি জেনেছে আজ,
শ্রাবন ভরা সাজ,
বিরহে গড়া তার শেষটি।।  
...........................................................................
আজ রাতে বেশ বৃষ্টি হচ্ছে। তাই আমার লেখা ও সুর করা এ গানটির কথা মনে পড়ে গেল। কবিবন্ধুদের জন্য পাতায় পোষ্টো করে দিলাম। বেশ আগের লেখা।


রচনা স্থানঃ কাবালা, সিয়েরালিয়ন (প্রবাস জীবনে থাকাকালীন)।  
রচনা কালঃ ১০ আগষ্ট ২০০২।