স্বাধীন করে এই তো বেশ,
অধিকারে পেয়েছি বাংলাদেশ।
বিচার পেতে করছি শুধু তোয়াজ,
যতই তুলি কন্ঠে কন্ঠে দাবীর আওয়াজ,
কে শোনে কার কথা!
এ যেন অগত্যা-
বেঁচে থাকা কিছু জীবন্ত কংকাল,
আজ এরা সমাজের হয়েছে জঞ্জাল।
এরা মরলেই যেন হবে নতুন অভ্যুদয়,
মধ্যরাতেই হবে তখন সুর্যদোয়।
দুর্নীতি পাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি,
বিকৃতি সব সুস্থ মস্তিষ্কের বিকৃতি।
মুক্তি যুদ্ধের চেতনা সব যাক গোল্লায়,
ও সব সস্তা সেন্টিমেন্ট পাড়া আর মহল্লায়,
অথবা চায়ের টেবিলে ফুটপাথে,
অধিকার কি মেলে শুন্য হাত পেতে?
চাই কালো টাকা, চাই রক্ত রাঙ্গা হাত,
চাই নেশা, চাই বাইজী নাচুনে রাত,
চাই হবু চন্দ্রের দেশ, চাই রাজা গবু।
কেন যে কঙ্কালসার আমজনতা তবু,
বোকার স্বর্গে করছে বসবাস-
সাবাস জাতির বিজ্ঞ নেতারা সাবাস!
জেনে রেখো- এক মাঘে যায় না শীত,
জীবন্ত কঙ্কালের ন্যায্য ভিত
অধিকার আদায়ে শক্ত হবেই শক্ত,
এবার তোয়াজ নয়, ঝরবে বুকের রক্ত!