ঘুমাক জলে পানকৌড়ি
ঘুমাক ধানের শীষ,
ঘুমাক শেষ রাতের চাঁদ
ঘুমাক সাপের বিষ।


জাগুক রাতের শিশির কণা
জাগুক বাঁশের বাঁশি,
জাগুক স্বাধীনতাকামী
মানুষ, জাগুক দিবানিশি।


ভাঙ্গুক সীসার বদ্ধ বাতাস
ভাঙ্গুক ঋণের শেকল,
ভাঙ্গুক বিশ্ব চন্দ্র গ্রহে
ভাঙ্গুক আইন বিকল।


শুকাক রাতের রোদ
শুকাক ছায়া পথ,
শুকাক নীলের আঁচল
শুকাক বিরোধী মত।


লাগুক ফুলের বিস্ফোরণ
লাগুগ চাঁদের হাট,
লাগুক গায়ে রসায়ন
লাগুক ই-বৃষ্টির ছাঁট।


রচনাকালঃ ২৪ এপ্রিল ২০০৯। পুরনো ডায়েরীর পাতা ঘেঁটে পাওয়া সনাতন (!) বোধের কবিতা পেয়ে পোষ্ট দেয়ার লোভ সামলাতে পারলাম না।