কি সুন্দর এই দুনিয়া,
তার চেয়েও সুন্দর আমার মা,
হে খোদা-
তোমার পরেই দিলে যার সম্মান।
মা’র মধ্যে তাই তোমাকে খুঁজি
মা’র রূপ যে তোমার মহিমা ।।


এই যে আকাশ এই যে বাতাস,
এই যে নদী এই যে সাগর,
হে খোদা-
সব কিছুই তোমার রহমতের দান।
মা ছাড়া কি এই দুনিয়া দেখতাম
নিতাম কি মুখে তোমার যত নাম ?
যা দিয়েই মা’কে প্রশংসা করি না কেন
হে খোদা-
তুমি যে মায়ের সকল তরজমা ।।


এই যে আলো এই যে আঁধার,
এই যে মেঘ এই যে বৃষ্টি,
হে খোদা-
সব কিছুই তোমার রহমতের দান।
তুমি ছাড়া কি বাঁচে এই পৃথিবী
তুমি ছাড়া কি হয় মা’র দাবি ?
মা’র জন্যই জানি বিচারের দরবারে
হে খোদা-
বাবা আর আমাকে তুমি করবে ক্ষমা ।।