বহুল পঠিত এবং পাঠকদের দ্বারা প্রশংসিত ঈদের উপর লিখা আমার এই কবিতা প্রত্যেক ঈদে বন্ধুদের জন্য পোষ্ট করার ইচ্ছা জাগে। তাই আবার দিলাম, আশা রাখি যারা কবিতা ভালবাসে তাদের কাছে আবার পড়তে ভালই লাগবে।  তোমাদের মন্তব্যের আশায় থাকলাম। ঈদ মুবারক...
................................................................................


হায় ঈদ! বাঁকা চাঁদের ঈদ-
মুসলিম জাহানের ভাঙ্গাইতে নিদ,
তুমি কত আলোক বর্ষ ঘুরে ঘুরে,
বার বার দেখা দিলে আকাশের নিড়ে।
তবুও হায় একি পরাভব?
আমার এ অনুচ্চ অনুভব,
আমরা কোন পথে হাঁটছি খুশির আড়ালে?
যে আভাস রেখে যাও সন্ধ্যার চক্রবালে-
তাতে কত সুর থাকে, থাকে শুদ্ধ কত গীত,
সেই মূর্ছনার আঘাতে আঘাতে
ভাঙ্গছে না কেন তবু মুসলিম জাহানের নিদ।


হায় ঈদ! বাঁকা চাঁদের ঈদ-
তুমি কি নতুন জামা পর গায়,
থাকে কি নতুন জুতা পা‘য়,
আতর সুগন্ধি মেখে যাও কি ঈদ্গাহে?
দেখ কি আজ সারা মুসলিম গৃহে গৃহে,
পূর্ব থেকে মধ্য,মধ্য থেকে পশ্চিম দিকে,
প্রতিটি জীবনের খণ্ড বাঁকে বাঁকে-
লাশ হয়ে ফিরছে যে খুশি,
সে লাশের গন্ধে তুমি কি হও উর্বশী?
নাকি তুমি নতুন জামা পর দুই চোখে,
দেখ না তাই কি হারায়ে যায় আলোকে,
কি ভাবে আলগা হচ্ছে ইসলামের ভিত,
তাকে শক্ত করতে রক্ত ঝরিয়ে
তবু কেন ভাঙ্গছনা মুসলিম জাহানের নিদ।


হায় ঈদ! বাঁকা চাঁদের ঈদ-
তুমি নতুন পোশাক খুলে হও উন্মুক্ত,
শোনাও নতুনের বাণী হতে উন্মত্ত।
পৃথিবীর এ প্রান্ত হতে শেষ প্রান্তে,
শান্তির জনপদ জানতে কি অজান্তে,
অগনন খুশির ডামাডোলে,
আমরা যেন কাল থেকে কালে-
শান্তি হয়ে বিরাজ করি
ঈদের খুশির আনন্দ আড়ালে।
অনাকাঙ্খিত লাশ যেন হয় উল্লাস,
রক্ত যেন হয় রক্ত গোলাপের অভিলাষ,
মত্ত যেন থাকি যে ভাবে ইসলাম
নিরন্তর আবহমান দিয়েছে তাগিদ।
হায় ঈদ! বাঁকা চাঁদের ঈদ-
তুমি এবার ভাঙ্গাও মুসলিম জাহানের নিদ।