আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,  
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।


আনমনে অবাক হয়ে ভাবছ বসে একা,
রাতের কিংবা দিনের আকাশ,
চাঁদ তারা সূর্য মেঘের প্রকাশ-
কি করে থাকছে তাদের নিয়মিত রাস্তা ফাঁকা।


সব কিছুরই শব্দ আছে, আছে নানান অর্থ,
সময় করে জানতে যদি চাও,
ইচ্ছা নিয়ে হাতটা শুধু বাড়াও-
মুঠো ভরে সব শব্দ পাবে হবে নাকো ব্যর্থ।


আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,  
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।


কখনও শব্দ নিতে পার বাজারঘাটের,
কাঁচা স্বব্জি কিংবা মাছ মাংস,
ফল মূল আর মশলার অংশ-
কোথায় কি হচ্ছে ফলন অবস্থা কি মাঠের।


শব্দ নিতে পার মা’কে ভালবাসার শব্দ,
বাবা ভাই বোন আর বন্ধু,
প্রাচীন সভ্যতা হরপ্পা সিন্ধু-
কি করে আমাদের শেকড়ের জ্ঞান করে লব্ধ।


আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,  
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।