আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,  
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।


কালজয়ী গল্প লিখবে গ্রাম বাংলা জনপদের,
শব্দ আছে সংগে ভুরি ভুরি,
ডালায় সাজানো শব্দ রকমারী-
এ যেন শব্দ মুকুট কথা ছন্দ সুর সম্পদের।


শব্দ নিতে পার ছোট্ট সুখি পরিবারের,
মায়ায় জড়ানো ঘর প্রতিদিন,
কি ভাবে স্বপ্নরা হয় রঙ্গিন-
কি ভাবে সম্মৃদ্ধ হয় জীবন পরপারের।


আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,  
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।


নাও শব্দ কৃষক শ্রমিক আম- জনতার,
আবাল বৃদ্ধ বনিতা,
লিখো হাজার গল্প কবিতা-
শব্দ লাগবে ভাই শব্দ, এ সবার অধিকার।


নাও শব্দ বঙ্গবন্ধু জিয়া কিংবা ভাসানির,
সোহোরাওয়ার্দী ক্ষুদিরাম ফজলুল,
সুফিয়া জীবনানন্দ কিংবা নজরুল-
রাজাকার আলবদর যুদ্ধাপরাধী আসামির।


আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,  
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার। [চলবে]