নিজের মত আকাশ থেকে যায় কি পাড়া
মেঘ বালিকার খন্ড মেঘের আকাশ,
ইচ্ছে হলেই কি আর রোদ মাখা যায় গায়ে
মেঘে ঢাকা সূর্য যদি না হয় প্রকাশ।


যতই ভাবি সন্ধ্যাকাশে নীড়ে ফেরা পাখির মত
উড়ে গিয়ে পাব বুঝি আপন ঘর,
ডানা ভাঙা পাখির মত ঘর না পেয়ে দিশেহারা
কাঁদছি আজও বৃষ্টি হয়ে ঝরঝর।


চাইলেই কি আর চাঁদকে এনে জোছনায় ভরা
চাঁদনী রাতে স্নান করা যায় বারোমাস?
অমাবশ্যার মতই কত গল্প থাকে কান্না থাকে
আলেয়ার পিছে জীবন হচ্ছে সর্বনাশ।


ইচ্ছে তো হয় ছোট বেলার দিন গুলোয় হারাতে
সেই এক্কা-দুক্কা খেলা আর কানামাছি,
বাবার আঙুল ধরে ঘুরতে ঈদ পাবনের মেলায়
আঁচার খেতে মাকে ধরে কাঁদি মিছামিছি।


মন অনেক করে চাইলেও কি আর ফেরা যায়
তাইত স্বপ্নরা থাকে নির্জীব পাশ ফিরে,
এ পাশে আমি একা যতই জাগি বিনিদ্রিত রাত্রি
তবু ইচ্ছেকরা কষ্টরা থাকে সময় ঘিরে।
  
০৫ সেপ্টেম্বর, ২০২০।