শংকা আর সন্দেহ নয়,
ভালোবাসায় বিশ্বাস আর সম্মানের মুক্ত আঙিনায়
বুনতে হয় পূর্ণিমার অনেক চাঁদ, মিটিমিটি করা
ইশারায় কাছে ডাকা মায়াবী তারাদের, আর প্রভাতী
সূর্যের কাছে জেনে নিতে হয় আগামীকালের শপথ।


অনুকম্পা বা দয়া নয়,
ভালোবাসায় মায়া আর মমতার রাজ্য জুড়ে অকৃপন
বিলিয়ে দিতে হয় শিমুল পলাশের লাল, ঘাস ফুলের সাথে
দোলে যাওয়া কৃষ্ণচূড়া পাপড়িদের জন্য আফসোস,
আর ফুলের বনে ডানা ভেঙে পড়ে থাকা প্রজাপতির
জন্য চোখ ভরা কান্না।


কথা আর যুক্তি নয়,
ভালোবাসায় মৌনতার পর্বতমালা জুড়ে সৃষ্টি করতে হয়
গোপী রাগিনীর প্রতিধবনি, চোখের আকাশ জুড়ে
নীলকাব্যের ভাষায় জাগিয়ে রাখতে হয় কামনার কাঁপন,
পাথর ঘর্ষণে উষ্ণতা স্ফূলিঙ্গের আড়ালেও বইয়ে দিতে হয়
তৃষ্ণা নিবারণের  স্বচ্ছ জল।


শর্ত আর হাত ধরা নয়,
ভালোবাসায় একত্রে অথৈ সাগরে ডুবে মরতে মরতে
বলতে হয় যেন পরজন্মেও তোমার সাথে আমার দেখা হয়,
এ সাগর যেমন জানে তেমনি ঐ আকাশ বাতাস, তরু লতা
সকলেই যেন শর্তহীন স্বাক্ষী হয় এ ভালোবার কাঠগড়ায়
এমন নিঃস্বার্থ প্রেম হোক প্রকৃত প্রেমের আয়না।


১০ ডিসেম্বর, ২০২০।