না এই যে বলি আপনজন
তা কি কেবলই রক্তের বাঁধন?
তা কি কেবলই ঔরসজাত ঔদার্য
কিংবা দশ মাস দশ দিন গর্ভে ধারণ?


যারা ভালোবেসে কাছে এলো
যাদেরক হৃদয় দিয়ে বাসলাম ভালো,
আপনার চেয়ে তারা কি হয় না আপন
তাহলে অন্তরে প্রেম কে শেখালো?


কখনও স্বার্থের জন্য নিজ রক্তজন
দেখি কি করে পর হয়, হয় চিরশত্রু,
ভালোবাসা তো তখন দূরের কথা
নাম শুনলেও কুঁচকে ওঠে জোড়া ভ্রু।


তাহলে আপনজন বলব কাকে?
ভালোবাসার মানুষটি কি আপন নয়!
না থাকুক রক্তের বাঁধন তার সাথে
প্রেমের বাঁধন রক্তের চেয়েও দামী হয়।


তাই কে কখন আপন হয় জীবনের বাঁকে
বা পর হয়ে যায় কে কখন নিজের ভুলে,
আপন আপন করে যতই আগলাতে চাই
রক্ত বলি বা প্রেম, সময়েই থাকে তা ঝুলে।


০৬ ফেব্রুয়ারী,  ২০২১।