চাদুরে আদর পেতে
মাদুরী মোচড়,
সকালি শরীরই বুঝে
আরামী আঁচড়।


রোদেলা সকালে থাকে
রাত্রির ছায়া,
প্রিয়াহীন কোল বালিশ
বাড়ায়ছে মায়া।


বলার তো কেউ নেই
নেই বলাবলি,
মনও খুঁজে না সময়
সকালী বিকালি।


অলসী মন তবু চায়
মিলন মৃদঙ্গ,
সারাটাক্ষন সাড়া দেয়
আহাজারী অঙ্গ।


অভিমানে অভিমানী
দেরী হয় দীর্ঘ,
থালায় বেলায় শুকায়
ভালবাসা অর্ঘ্য।


তবু চেয়ে থাকে চোখ
দূর পানে দূরত্বে,
প্রিয়ার প্রেমে পোষে মন
বিশ্বাসী পূরুত্বে।