-পলক রহমান।


ফোনের অপর প্রান্তে কথা থাকে না।
কথা কি ফুরানোর বিষয়?
বাক শক্তি না হারালে কথা হয়, কথারা কথা হতে চায়।  
হোক সে কথা তিতা কিংবা মিঠা।


কিন্তু যখন কথা থাকে না, ফোন কাটে না,
আর্দ্র নাক টানার শব্দ ভাসে কানে
তখন বুঝতে কষ্ট হয় না ওপর প্রান্তে যে অশ্রু বৃষ্টিতে
ভিজছে কপোল তা ভালোবাসার।  


কান্না হাসির ভাষায় মুখে কথা না থাকলেও অনেক কথা,
যেখানে হাজার প্রেম, হাজার দুঃখ মুহুর্তে এসে জমা হয়।
আর ফোনে দৃষ্টি নিবদ্ধ অপেক্ষায় উৎকর্ণ হয় স্নায়ু  
পুনঃ একটা রিং টোনের আশায়।


তখন আবেগ উথোলায়, এবার অনেক কথা হবে।
রাতে ঘুম হয়নি, আজ প্রাতঃঘুমে কতক্ষন স্বপ্নে কেটেছে  
এক সাথে, বুকের ব্যাথাটা বেড়েছে, গ্যাসের ব্যাথা।
আর অনেক কথার ফাঁকে বলা একটি কথাঃ
সব কিছুর ঊর্ধে- আসলেই বড্ড ভালোবাসিরে তোকে।


২৫ অক্টোবর, ২০২০।