মন মন মন
এ যে কি দিয়ে গড়ন
কি দিয়ে তা সাজানো,
কেন যে তার কাউকে এত কাঁদানো
কাউকে রাখা সুখে,
আমি আছি কোন টুকে?


পাই না ভেবে যখন থাকিস দূরে
বুকের মধ্যে অচেনা ব্যাথার সুরে
সকাল সন্ধ্যা দুপুর
চোখে নিয়ে করুন সমুদ্দুর,  
আমি যাই দুমরে মুচড়ে,
তবু প্রেম থাকে মুখ থুবড়ে।


তোকে তখন খুঁজে বেড়াই,
খুঁজতে খুঁজতে আবার হারাই
আমার স্বপ্নের জগত,
যেখানে তুই অনন্ত রজত
জয়ন্তি হয়ে থাকিস আমার অপেক্ষায়
অথচ তোকে অদেখা আমি ঘুরে বেড়াই!


কবে হবে সেই কাংখিত মিলন
পুঞ্জীভূত অসহ্য কষ্টের হবে স্খলন,
পায়ে পায়ে জড়াবে সুখের পথ
স্বপ্নেরা মুড়াবে কলংকের ক্ষত,
ভাবনারা পাবে বাস্তবতার ছবি,
তুই কথা হলে আমি হব কবি।