কতটা দুঃখ সয়ে,
কতটা রাত জেগে,
কতটা সময়কে জলাঞ্জলী দিয়্‌
আবেগের ঘোড়দৌড় মাড়িয়ে কাছে এলে তুমি?
কেবল ভালবাসলেই হল? অথবা অনেক বছর ধরে
ভালবাসাবাসি করে কাছে এসেছো বলেই ধরে নিলে
যে, কোন ভালবাসার মানুষ তোমার সব চাওয়ার অধীন
হয়ে গেল চিরতরে?


এখন সেই ভালবাসার মানুষটির যেন আর কোন অতীত নেই,    
কোন শৈশব নেই, কোন বেড়ে উঠা পৈত্রিক পরমপরা নেই,
বুকের মধ্যে জড়িয়ে ধরা কোন ছোটকালের বন্ধু নেই,
বাবার শাসন মেনে বেড়ে উঠা আদর্শের প্রভাব নেই,
মা’র আদরে লুকিয়ে রোজা ভেংগে খাওয়ার মমতা নেই,
কেবল ভালবাসলেই হল? অথবা কোন একদিন কাছে
থাকার শপথ নেয়ায় সকল চাহিদা পুরনের খোলা ছাড়পত্র
পেয়েছি বলে বড় গলায় প্রতিবাদ করলেই হল?


ভালবাসাতে শুধু ভালবাসা নয়,
ভালবাসাতে শুধু কাছে আসা নয়,
ভালবাসাতে শুধু ছাড়পত্র প্রাপ্তি নয়,
ভালবাসাতে  শুধু অধীন ভাবা নয়,
বালবাসতে হলে জানতে হয় কতটা চোখের জল ফেলে
বুকের মধ্যে সাগর ছোঁয়া নদী বয় রক্ত নালি দিয়ে,
ভালবাসতে হলে জানতে হয় কতটা সম্পর্ককে মেনে নিয়ে  
ভালবাসার মানুষকে এক ছাদের নীচে পাওয়া যায়,
ভালবাসতে হলে জানতে হয় অপবাদের ওপারে ভালবাসার
মানুষের যে কষ্ট তা কতখানি নিজের মধ্যে হারায়।


ভালবাসি ভালবাসি বলে পাড়াময় রটিয়ে নিজের ভালবাসার
মানুষটিকে আরও পাকাপোক্ত করে নিজের ছত্র ছায়ায়
রাখার দূরঅভিসন্ধি করে  ভালবাসলেই হল? অথবা কতগুলো
ভালবাসাময় শব্দ, চরন, বাণী, শায়ের, মুখে আউড়িয়ে, আবার
কখনও ভালবাসার মানুষের নজর কেড়ে কতটা ভালবাসি
সে কথা বুঝানোর চেষ্টা করলেই কি ভালবাসা অমর হয়ে গেল?
নাকি ভালবাসতে লাগে ধৈর্য, বিশ্বাস, বিবেক আর প্রেম।
তাই ভালবাসায় শুধু ভালবাসলেই হল?