আবার বাঁধব ঘর
অজিত কুমার কর


শুধরে নিচ্ছি নিজেকে এখন আমি
ধূলিতে মিশুক আমার অহংকার
প্রকাশ করেছি উদ্ধত মনোভাব
ঘটে না তা যেন জীবনে পুনর্বার।


এ কথা তোমাকে জানাব কেমন করে
রয়েছ কোথায় বিশাল ভূমণ্ডলে
ঠিকানাবিহীন আমি যে সেদিন হতে
বিচরণ করি পাহাড়ে বা জঙ্গলে।


কৃচ্ছ্রসাধন করে যাই প্রত্যহ
আমাকে এখন চেনা খুব দুষ্কর
জটাজুটধারী তামাটে গায়ের রং
তা বলে ভেব না আচরণে বর্বর।


বাঁধব আবার নতুন একটা নীড়
তোমাকেই, শুধু তোমাকেই সাথে নিয়ে
তুমি কী চাওনা এ দীনের সাথি হতে?
যদি চাও, তবে এসো এবার এগিয়ে।


আমার মতোই তুমিও কী ঘরছাড়া
তাহলে পথেই দেখা হবে একদিন
পৃথিবীটা গোল পথে পথে সংযোগ
হয়তো তখন চলচ্ছক্তিহীন।


পথের ওপর ভরসা আমার আছে
একদিন ঠিক পূর্ণ করবে আশা
প্রতীক্ষা শুধু প্রতীক্ষা অহরহ
ফুরিয়ে যায়নি নিষ্পাপ ভালোবাসা।


® অজিত কুমার কর