আবার কি দেবে
অজিত কুমার কর


সেই রং নেই গন্ধও নেই কলেবর অক্ষত
পুরোনো একটা কবিতা-খাতার ভিতরে পেলাম দেখা
কত বসন্ত নিরবে নিভৃতে কেটে গেছে ওর একা
দিনক্ষণ সব মনে পড়ে গেল সেদিনের স্মৃতি যত।


কোমল করের স্পর্শ রয়েছে পাপড়িতে পাপড়িতে
হারিয়ে গেলাম সুদূর অতীতে স্মৃতি বড় মধুময়
আমার বয়স ছাব্বিশ, ওর একুশের বেশি নয়
দেখা হয়েছিল বালুকাবেলায় দিঘাতে আচম্বিতে।


নাম মনে আছে ঠিকানা ভুলেছি তাই নেই যোগাযোগ
অঙ্কিত আছে উজ্জ্বল ছবি টোল পড়ে দুই গালে
কোনও আভরণ ছিল না অঙ্গে শুধু টিপ ছিল ভালে
মাত্র মিনিট পনেরো সময় একসাথে উপভোগ।

যদি কোনদিন ফের দেখা হয় চিনতে হবে না ভুল
আমাকে চেনার সহজ উপায় চিবুকের কাটা দাগ
শৈশবস্মৃতি জীবনসঙ্গী গচ্ছিত অনুরাগ
আবার কি দেবে সেদিনের মতো আফোটা গোলাপ ফুল?


© অজিত কুমার কর