আগেই এল বসন্ত
অজিত কুমার কর


ফাগুন আসার আগেই এল মহুলবনে বসন্ত
রঙিন হল দিগন্ত
কুহু কুহু কোকিল ডালে
শুনেই আমি বেরিয়ে পড়ি সাতসকালে।
দাউ দাউ দাউ অগ্নিশিখা অরণ্যকে গিলবে কী!
না না না লতপাতা আরও সবুজ
ওরা খুশি আমিও খুশি
অপলকে তাই দেখি।
পাতা কোথায় কেবলই ফুল শিমুল-জারুল-পলাশে
কুসুম হাসে তার পাশে
বিহঙ্গদের দারুণ মজা শুনছি কলকাকলি
ওদেরও ভ্যালেন্টাইন?
প্রাণীমাত্রই প্রেম পিয়াসী শূন্য তফাৎ তাই বলি।
মনকে রাঙাই রঙ্গনে
হারিয়ে যেতে ইচ্ছে করে সখীর সাথে এই বনে।


© অজিত কুমার কর