আগুন জ্বেলে শীত ভাগাই
অজিত কুমার কর


উদোম গায়ে শীতকে ভাগাই
আগুন জ্বেলে চারপাশে
আমার এমন কান্ড দেখে
পথ-চলতি লোক হাসে।


ওদের গায়ে গরম পোশাক
পা থেকে চুল নেইকো ফাঁক
'কিছুই কি নেই ওই ছেলেটার'
দেখে সবাই হয় অবাক।


তবুও কেউ দেয় না ছুঁড়ে
একটা জামা বা চাদর
'কেন এমন করিস রে তুই'
শুধায় না তো, 'কোথায় ঘর'?


ঘরবাড়ি নেই মা-বাপও নেই
পৃথিবীটাই ঘর আমার
মনের কথা মনেই থাকে
লোকের জানার কী দরকার!


© অজিত কুমার কর