আজ নিশীথেই বাজুক সানাই
অজিত কুমার কর


বর্ষার ঘনঘটা লুচি নয় মুড়ি
গরম তেলের কড়া নয় সুড়সুড়ি।
ভাজবো পেঁয়াজি চপ
মারছি না তোকে ঢপ
জমিয়ে দুজনে খাব শোন ওরে হুরি।


চা-বানাবে এই হুরি দাঁড়াও বাঁ-পাশে
শুনেই প্রিয়ম ওর হাসে শুধু হাসে।
ঠিক আছে তাই কর
রাঙা হয় ও অধর
মনের গোপন কথা বাতাসেই ভাসে।


ফুল ফোটে বাগিচায় মধুকর ওড়ে
মধু পিয়ে মাতোয়ারা রয় মহা ঘোরে।
ফিরে যায় আসে ফের
হয় না তো হেরফের
প্রকৃতির নিয়মেই বাঁধা প্রেমডোরে।


বৃষ্টি গিয়েছে থেমে তবে আমি যাই
যাসনে যাসনে সই কাছে পেতে চাই।
উঠেছে মায়াবী চাঁদ
পেতেছি আমিও ফাঁদ
প্রভাত হবার আগেই বাজুক সানাই।


© অজিত কুমার কর