*
        রবির তাপে দগ্ধ হৃদয় এখন চৈত্র মাস
       মাঝে মাঝে স্বস্তি বিলোয় বিষণ্ণ আকাশ।
                সারাটা দিন আপন মনে
                ঘুরে বেড়াই পলাশ বনে
      দোলা লাগায় আমার মনে দক্ষিণা বাতাস
      উৎসবরাজ বিদায় নেবে এখন চৈত্র মাস।


       বুনো ফুলের সুরভিতে সমীর মনোরম
    প্রসন্নতায় দুচোখ বোজে, প্রাণভরে নিই দম।
                 শিমুল-রাঙা গোধূলিতে
                মন মজে রয় রম্য গীতে
     উজাড় করে চাই যে দিতে, মধুর অবকাশ,
      উৎসবরাজ বিদায় নেবে এখন চৈত্র মাস।