আকাশ সীমাহীন
অজিত কুমার কর


কী দিয়ে তৈরি আকাশ কে জানে
কোথা শুরু কোথা শেষ বোঝা দায়
কেবল রবিকে দিনে দেখা যায়
কত বিজ্ঞানী অনুসন্ধানে।


সত্যি সত্যি ওর রং নীল?
উদয়ে অস্তে হয়ে যায় লাল
মানা দুষ্কর বাধে গোলমাল
ভাবছে নিয়ত বিশ্ব নিখিল।


পৃথিবী যেমন শূন্যে রয়েছে
রয়েছে গ্রহাণু তারকাপুঞ্জ
মহাকাশ যেন নিরালা কুঞ্জ
অগ্রগমণ কতটা হয়েছে।


আমরা যা দেখি চাঁদ কী তা দেখে
এর উত্তর অচিরে মিলবে
চিন্তাভাবনা চলছে চলবে
এত পদার্থ এল কোত্থেকে?


সীমিত আকার গ্রহ তারকার
আকাশ অসীম নাই সীমা নাই
কুয়োর ব্যাঙের জগৎ ওটাই
মানুষ ভাঙবে রুদ্ধ দুয়ার।


কত কল্পনা আকাশকে নিয়ে
জল আছে কিনা কোথা আছে প্রাণ
ভেসে আসে ব্রহ্মাণ্ডের গান
আইনস্টাইন গেছেন জানিয়ে।


© অজিত কুমার কর