লেখাপড়ায় নইকো ভালো
শুচি কেমন বুদ্ধিমতী
একটু কৃপা করো মা গো
বিদ্যাদেবী সরস্বতী।


আমায় নিয়ে স্বপ্ন দেখে
টলোমলো চলছে তরি
স্কুলের গণ্ডি না পেরলে
কেমন করে পূরণ করি।


সকাল সন্ধে রোজই পড়ি
চক্ষে বহে জলের ধারা
অতগুলো বইয়ের পড়া
শক্ত বড়ই হয় না সারা।


পার না কি কমাতে মা
ছ’সাত কেজি বইয়ের বোঝা
কষ্ট কিছু লাঘব হতো
বিষয় যদি হতো সোজা।


আমরা শিশু অবোধ অতি
নালিশ কি মা করতে পারি
করজোড়ে বলছি তোমায়
করোনা মা আইন জারি।