আমার কুটির আঁধার ভরা কুজ্ঝটিকায় কালো
তোর গৃহকোণ জুড়ে থাকুক পূর্ণ শশীর আলো।
দুখ্ যেন রয় যোজন দূরে যেথায় খুশি যাবি
তোর আঁচলে থাকে যেন সর্বদা সুখ-চাবি।


দিবসেও আধার দেখি আঁকড়ে ধরি ওকে
জানিয়ে দিই মনের কথা ছোঁয় না যেন তোকে।
কখন ঘুমোই কখন জাগি কে আর খবর রাখে
কী ভেবে আজ আলোও যেন শুধু আঁধার মাখে।


যেখানে যাই যে কাজ করি একটা ছবি ভাসে
মনকে বলি, 'যেখানে থাক, আমায় ভালোবাসে'।
ওইটুকুতেই তৃপ্তি আমার তাকাই আকাশ পানে
কষ্ট ব্যথা সব ভুলে যাই ভালোবাসার টানে।


এই আকাশে চাঁদ ওঠে না নিষ্প্রভ সব তারা
গুনে কি আর শেষ করা যায় অন্ধকারে যারা।
এভাবেই তো দিন কেটে যায় রাত্রিটাও কাটে
হয়তো কখন বসে থাকি ঘুণধরা সেই খাটে।