আমার আকাশ বর্ষা-বিলাস
অজিত কুমার কর


দহনজ্বালা কমাতে চাই অঝোর বরিষণ
কাজলকালো মেঘ জমেছে উড়ুক্কু তাই মন।
আমার আকাশ বর্ষা-বিলাস যাক উবে যাক নীল
আকাশ যেমন আমিও তেমন তাইতো এমন মিল।


এ মেঘের রং বেজায় কালো বক্ষভরা জল
ঝরাও ঝরাও ঝরাও এবার ঝরুক অনর্গল।
বাজল ঘুঙুর রুমুর ঝুমুর মেঘবালিকার পা'য়
ও প্রিয়তি কোথায় গেলি ভিজবি যদি আয়।


ঢেউ তিরতির কংসাবতীর প্রবল গতিবেগ
ওর সাথে তাল মেলাতে চায় আমার ভাবাবেগ।
সাথি পেলাম দৌড়ে গেলাম হর্ষ অন্তহীন
কতদিন পর ফিরে পেলাম হারিয়ে যাওয়া দিন।


পেরিয়ে এলাম গেঁয়োখালি ডায়মণ্ডহারবার
কোন ঘাটে যে নোঙর ফেলি বিশ্রাম দরকার।
কী খাবি বল এগিয়ে চল কড়ায় গরম তেল
'মুড়ি তোলেভাজা খাবি', নাড়ায় পনিটেল।


বৃষ্টি থামুক চাই না আমরা নামুক অন্ধকার
মনের কথা শুনল না মেঘ আকাশ পরিষ্কার।
সুবাস ছড়ায় হৃদয় ভরায় কদম্ব বকুল
'আমিও আছি সঙ্গে ওদের', বলল কেয়াফুল।


© অজিত কুমার কর