আমার বাহন কই


ওদের বাহন এসে হাজির
আমার বাহন নেই
আমার কথা ভাবে না কেউ
আছি তো ঘরেই।
কীটপতঙ্গ অনেক আছে
কাঠবিড়ালী আছে গাছে
ডাক দিলে ও' ভেংচি কেটে
পুচ্ছ নাড়াবেই।


বাহন পেলে দেখব ঘুরে
মজার মজার থিম
অতি শীঘ্র পাঠাও শিল্পী
বন্ধু অপ্রতিম।
জানি তুমি পাঠিয়ে দেবে
কাটছে সময় ভেবে ভেবে
কলম ধরে শুরু কর
ওহে নীলপ্রতিম।


হাতে-পায়ে নেইকো বেড়ি
তবুও বাঁধন
একনাগাড়ে বন্দিজীবন
পর্যুদস্ত মন
পাখির মতো ডানা পেলে
উড়ে যেতাম তখন মেলে
মানতে না মন কোনো বাধা
হত সুখ-ভ্রমণ।


তুমিতো ভাই শিল্পী মানুষ
আঁক এবং গাও
আমার কথা ভুলেই যাবে
মুখটা এঁকে নাও।
তাহলে ঠিক পড়বে মনে
পথে-ঘাটে বিজন বনে
কাগজ তোমার কাছেই আছে
প্যালেটে রং দাও।


@ অজিত কুমার কর