আমার ছবি আঁকা ছড়া লেখা
অজিত কুমার কর


তুলির টানে কী যে আঁকি
মাছ হয়ে যায় সাপ,
গেলাস আঁকতে গিয়ে দেখি
একটা ভাঙা কাপ!


তবু আমি হাল ছাড়ি না
যখন সুযোগ পাই,
একটা কিছু এঁকে ফেলি
মন যেটা চায় তাই।


আঁকার খাতা কোথায় রাখি
তা জানে না কেউ,
কেমন আঁকি দেখলে পরে
উঠবে হাসির ঢেউ।


আঁকার থেকে লেখা সহজ
দুই ও চারে মিল,
এক এবং তিন যেমন তেমন
হাসির চোটে খিল!


নমুনা দিই একটা তবে
হাট্টিমা টিম টিম,
ও যদি আজ ডিম না পাড়ে
রাঁধবো ঘোড়ার ডিম!


© অজিত কুমার কর