আমার জিশু সবাই শিশু
অজিত কুমার কর


আমার জিশু সবাই শিশু পথেই দিন কাটায়
কেউবা ধোয়ে বাসনকোশন ফ্যাল ফ্যাল তাকায়।
ইটভাটায় ইট তৈরি করে, শ্রমসাধ্য কাজ
কাজ না করলে খেতে দেবে কে এমন দরাজ?


আমার জিশু সবাই শিশু নেই কারও শৈশব
কেউ চরাচ্ছে ছাগল ভেড়া তবুও নয় সরব।
লেদমেশিনে কাজ করে কেউ কেউবা জোগাড়দার
বালি-সিমেন্ট-জল মিশিয়ে নিয়ে যায় বারবার।


আমার জিশু সবাই শিশু কুড়োয় ফেলনা মাল
পিঠের থলে ভর্তি করতে যায় সকালসকাল।
কেউবা করে জুতো পালিশ পাশেই খোলা বই
সময় পেলেই অংক কষে বাড়ায় না কেউ মই।


আমার জিশু সবাই শিশু কেউ করে চাষবাস
ঝিঙে-মুলো বিক্রি করে নয় সে ক্রীতদাস।
এভাবেই তো জীবন চলে কে রাখে তার খোঁজ
এসব খবর হয় না ছাপা বেরোয় তো হররোজ।


আমার জিশু সবাই শিশু কাজ করে হরদম
তৈরি করে মাটির জিনিস কায়িক পরিশ্রম।
তপ্ত লোহা পেটায় জোরে কত কোমল প্রাণ
পেটের অন্ন জোগাড় করে চোখ মুখ দুই ম্লান।


© অজিত কুমার কর