আমার কথা শুনবে কেবা


বলব বলব করেও বলা হয়নি যেসব কথা
জানি আমি উগরে দিলেই বাড়বে জটিলতা।
সত্য কথা হজম করতে ক'জনাই বা পারে
যার বিরুদ্ধে বলব কথা, মিথ্যা তাঁর বিচারে।


তাইতো গোপন রাখি ওসব প্রকাশ রেখেঢেকে
রোষের আগুন কী ভয়ানক শিউরে উঠি দেখে।
পুকুরচুরি হচ্ছে রোজই তা তো সবাই জানি
হাটবাজারে রাস্তাঘাটে লোকের কানাকানি।


যত সুযোগ শিল্পপতির, ঋণখেলাপি তাঁরা
আমজনতার হাতে শিকল গড়ায় অশ্রুধারা।
'রাস্তাগুলোর বেহাল দশা সারাও পূজার আগে'
প্রশাসনের কড়া নির্দেশ, শুনে ভরসা জাগে।


জমা জলেই বন্দি ঘরে, রাস্তা গেছে ডুবে
পুরসভার গা-ছাড়া ভাব ভোট এলে বেরুবে।
নিকাশি নেই, রাস্তা নীচু ভালো  করেই জানে
অন্ধ ওরা দেখতে পায় না, শুনতে পায় না কানে।


ক্ষমতাটা পেলেই হল চলবে দাদাগিরি
পাঁচ বছরেই কোটিপতি দীনের বক্ষ চিরি।
ঘিরে রাখে সান্ত্রী ওদের জীবনটা যে দামি
দেশের মানুষ জেনে গেছে সম্পদ বেনামী।


#অজিত কুমার কর