*            আমি এক পথভিখারি
                অজিত কুমার কর

   'ইচ্ছে করে নদীর পারে অরণ্যে যাই চলে'  
নোঙর তুলে নৌকা ভাসাই ডুলুং নদীর জলে।
            ও' ইচ্ছাটি আমার প্রিয়ার
             অপূর্ণ সাধ মিটাব তাঁর
    নীলাম্বরী শাড়িতে আজ ঊর্বশী ঝলমলে
  শিরায় শিরায় অনুরণন আমার পলে পলে।


  রঙের ছটায় নৌকাও নীল, নদীর বুকেও ছবি
   ওর কাছে আজ হার মেনেছে সপ্তরঙা রবি।
             নৌকা এবার ভিড়াই ধারে
              নামল একা নদীর পারে
  অস্ফুটে কে বলল যেন, 'নৌকাতে তুই র'বি
   পরীক্ষাতে টিকিস যদি, মনের মানুষ হবি'।


একটা কথা বলছি শোনো তোমায় কানে কানে
  সওয়ারি ও', মাঝি আমি ভালোবাসার টানে।
           ছেড়ে কি আর আসতে পারি
            আমি যে এক পথভিখারি
কী করে যে বাসলো ভালো পাই না খুঁজে মানে
কেমন আমার দৈন্যদশা ও' তা ভালোই জানে।


কখন কী যে ভাবনা জাগে ওদের ক্ষণে ক্ষণে
   আমি এখন প্রমাদ গণি নৌকাতে নির্জনে।  
           কমছে এবার দিনের আলো
          ফেলবে গিলে রাতের কালো
   দুর্ভাবনা বেড়েই চলে, একাকী আজ বনে
   যদি কোনো বিপদ ঘটে, শঙ্কা জাগে মনে।


ফিরছে এবার নীলাম্বরী কাশের গোছা হাতে
    পাটাতনে রাখল ওটা, বনফুল খোঁপাতে!
             গুঁজেছে কি ও'ফুল নিজে!
              এখন আমি করি কী যে
এড়িয়ে যাবার অছিলাতে আমায় নিয়ে মাতে
নৌকা আবার ভেসে চলে জ্যোৎস্নাভরা রাতে।