আমি একা
অজিত কুমার কর


ওই যে একটা ছোট্টো চালা
ওটাই আমার ঘর
ওখান থেকেই সব দেখা যায়
বিশ্বচরাচর।


নালার ওপর সাঁকো আছে
এপার ওপার যোগ
বর্ষাকালে জল থইথই
যখনই দুর্যোগ।


তাতে কিছুই যায় আসে না
কোথাও বাধা নাই
পাখির মতো আমি তো বেশ
যেথায় খুশি যাই।


বাঁচার রসদ আলো বাতাস
আর একটু জল
ঝরতে থাকে ঝরতে থাকে
তা তো অনর্গল।


কী আনন্দ কী আনন্দ
তৃপ্ত তনুমন
এটাই যেন আমার কাছে
নন্দন কানন।


© অজিত কুমার কর