আমি এখন পাখি


আমাকে তুই খুঁজে বেড়াস ঘরে পুকুরঘাটে
সেটা আমার নয় অজানা
কষ্টে সময় কাটে।


তারা আমি হইনি খোকা হয়েছি এক পাখি
আমার কথা ভাবিস যখন
তখন আমি ডাকি।


যে পাখিটা নিয়ম করে জাগায় তোকে ভোরে
চোখের পাতা খোলে না তোর
থাকিস ঘুমঘোরে।


একবারও কি ভাবিস না তুই মা-ও ডাকতে পারে
তা না হলে ডাকবে কেবা
অমন বারে বারে।


ফিরে যাবার উপায় তো নেই এটাই পরিণতি
বুঝি আমি ভালো করেই
মা-হারার দুর্গতি‌।


দিদি আছে বাবা আছে আর রয়েছে মাসি
ছেড়ে এলেও জানিস খোকা
তেমনি ভালোবাসি।


একটা কথা বলছি তোকে যায় না রে মা ভুলে
হয়তো আদর করি না আর
তেমন কোলে তুলে।


স্কুলের পড়া তৈরি করে লিখবি খাতায় পরে
তাহলে ঠিক একটা পালক
ফেলব পড়ার ঘরে।


#অজিত কুমার কর