আমি জাগি সাথে রয় চাঁদ
অজিত কুমার কর


নিদ্রাবিহীন বিভাবরি যায় কেটে
ঘুমোতে তো চাই বোজে না চোখের পাতা
আমার মতোই ফালি চাঁদ রয় জেগে
খোলা পড়ে রয় আমার লেখার খাতা।


নির্জনতার আলাদা গন্ধ আছে
বকুল-কামিনী, জুঁই-শেফালিকা ফোটে
রাত্রিতে শুধু পেঁচাদের দাপাদাপি
নিয়মমাফিক প্রভাতে সূর্য ওঠে।


খুব কম আলো ফালি চাঁদ দিতে পারে
আমি কতটুকু সমাজকে দিতে পারি?
সীমাবদ্ধতা আমাকে লজ্জা দেয়
ভাবতে ভাবতে পথে করি পায়চারি।


পূর্ণতা পায় কদিন পরেই চাঁদ
সর্বশক্তি প্রয়োগ করবো আমি
অজ্ঞানতায় যদি করি ভুলত্রুটি
বলে দিয়ো তুমি ওগো অন্তর্যামী।


বিকশিত কলি ঢেলে দেয় সৌরভ
অধ্যবসায় যদি রয় সাধনাতে
সিদ্ধি আসবে সময়ের ব্যবধানে
পারবে না আর কেউ তাঁকে আটকাতে।


© অজিত কুমার কর