*                  আমি কাশফুলে
                  অজিত কুমার কর


আমি তোমার সামনে আছি পশ্চিমে কাশবনে
  কেন এমন চিন্তাগ্রস্ত ভাবছো কী আনমনে!
             চমকে যাবে আমায় দেখে
             এসেছো তো আতর মেখে
সুবাস কি আর আঁচলে রয় ছড়ায় তা পবনে
টের পেলে না পৌঁছে গেছি একান্তে নির্জনে।


  মন বলেছে আসবে তুমি স্বর্ণালি বিকালে
বোঝা দুষ্কর মনের খবর ক্ষতি কী, জানালে।
          তোমার প্রিয় হলুদ গোলাপ
          চড়ক মেলায় প্রথম আলাপ
আকাশ যেমন ঝকঝকে নীল তেমনি টিপ ভালে
   পরনে নেই নীলাম্বরী টোল পড়েছে গালে।


  মোহন বেশে আজকে তুমি দেবী সরস্বতী
  কাশের সাথে মধুর মিলন, অপূর্ব  মুরতি।
              শুচিস্মিতা প্রিয়ংবদা
              উজ্জীবনের মন্ত্র সদা
    শিরায় শিরায় অনুরণন, ত্বরান্বিত গতি
রইলে পাশে কঠিন কাজও, তুচ্ছ লাগে অতি।


কাশের গোছা ধরিয়ে দিলাম কনকবরন হাতে
     প্রস্ফুটিত গোলাপ-হাসি হর্ষ আঁখিপাতে।
                এবার হলো যাত্রা শুরু
                 মনপাখিটা উড়ু উড়ু
না যদি আজ দেখা হতো এখন তোমার সাথে
একা একা ঘুরতে হতো, এমন চাঁদনি রাতে।