আমি পরিযায়ী শ্রমিক


মরিনি এখনো দেহে আছে প্রাণ
                     তবু শকুনের ভিড়!
মরার খবর ওরা আগে পায়
                     মরে যাব শিগগির।
     হেঁটেই এসেছি একশো মাইল
      আর যে পারি না মাছি কিলবিল
ভূতলে শয়ন ক্লান্তিতে ঘুম
                    প্রিয়তির চোখে নীর।


অভুক্ত আমি শকুনও কী তাই
                    খাদ্য সমুখে ওর
আমি মরে গেলে বাঁচবে শকুন
                    দিবসে রজনি ঘোর।
        আর দেরি নেই এবার বিদায়
        বাঁচাবে কেমনে প্রিয়া অসহায়
প্রভাত হল না রাত্রি আমার
                   ছিঁড়ে গেল মায়াডোর।


##অজিত কুমার কর