আমরা জেগে র'ব
অজিত কুমার কর


এসো না দুর্যোগে সখী
বিপদ হতে পারে
রাস্তাতে জ্বলছে না বাতি
ঢাকা অন্ধকারে।


সাথে আছে ঝোড়ো বাতাস
বৃষ্টি অবিশ্রান্ত
তোমার কথা ভেবে ভেবে
আমি শ্রান্ত-ক্লান্ত।


আজকে চতুর্দশী তিথি
কালকে তো পূর্ণিমা
মিলব মুক্তোঝরা রাতে
সাক্ষী বর্গভীমা।


এর থেকে আর ভালো জায়গা
কোথায় পাবে তুমি?
নদী থেকে আসবে ধেয়ে
দক্ষিণা মৌসুমী।


আকাশে চাঁদ 🌙 সম্মুখে চাঁদ 🌙
তারারা নিষ্প্রভ
সারা শহর যতই ঘুমাক
আমরা জেগে র'ব।


© অজিত কুমার কর