আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অজিত কুমার কর


জন্ম নেবার ক্ষণেক পরে শুরু আমার কান্না
দাইমা হাসে, মা বলল, 'কাঁদিস কেন, থাম-না'।
আমি সরব মাতৃভাষায় অর্থ নয় অস্পষ্ট
কখন পাব মাতৃসুধা খিদেয় পাচ্ছি কষ্ট।


বঙ্গ আমার জন্মভূমি মাতৃভাষা বাংলা
কেড়ে নিতে চাইছে যারা মতিভ্রষ্ট, পাগলা।
কী ভাবছ, বুলেট দিয়ে করবে কণ্ঠ রুদ্ধ!
এর পরিণাম খুব ভয়ানক তা মতবিরুদ্ধ।


বুলেট দিয়ে ঝরিয়ে দিলে সেদিন কত রক্ত
পিছু হটে যায়নি তবু বাঙালি মা'র ভক্ত।
তুষের আগুন জ্বলছিল ঠিক তা-ছিল অদৃশ্য
কেটে গেল উনিশ বছর, কত বর্ষা গ্রীষ্ম।


শুরু হলো তুমুল লড়াই নেই আধুনিক অস্ত্র
বাঁশের লাঠি গাদা বন্দুক অঙ্গে দেশি বস্ত্র।
সফল হল বাঙালিরা শাসকের বিরুদ্ধে
অত দর্প চূর্ণ হল একাত্তরের যুদ্ধে।


বাংলা পেল তার সম্মান ফিরল মনে শান্তি
নতুন দেশের জন্ম হল দূর হল বিভ্রান্তি।
ইউনেস্কো জানিয়ে দিল বাংলাভাষা মিষ্টি
ফেব্রুয়ারির একুশ তারিখ ক'রল নজির সৃষ্টি


© অজিত কুমার কর