আর কী ফেরে নীড়ে
অজিত কুমার কর


খাঁচা ছেড়ে যে পাখি যায়
নিবিড় কোনো বনে
খাঁচার কথা আর কখনও
পড়ে কি তাঁর মনে?


স্বাধীনতার অর্থ বোঝে
মানুষ পশুপাখি
মুক্তির স্বাদ যে পেয়েছে
ভোলে সে আর তা কি?


শূন্য খাঁচা পড়েই থাকে
হাত পড়ে না কারও
দিনে দিনে পরমায়ু
কমতে থাকে তাঁরও।


পাখিই হল খাঁচার জীবন
এখন জীবন্মৃত
পরিবারের সকল মানুষ
খাঁচার পরিচিত।


ফিরবে পাখি বসবে দাঁড়ে
ভাবনা বারেবারে
তেল ফুরোলে প্রদীপ নেভে
ভরে অন্ধকারে।


© অজিত কুমার কর