আষাঢ় এলে বর্ষা নামে
অজিত কুমার কর


সুয্যিমামা হার মেনেছে কোথায় গেল তেজ
ভরদুপুরে জ্বালতে হলো সবার ঘরে শেজ।
কদিন আগে শেষ হয়েছে পোড়া গ্রীষ্মকাল
আষাঢ় এসে মুক্তি দিল উত্তাপে নাকাল।


বর্ষাকালে কদম কেয়া কী অপূর্ব বাস
পথের পাশেই প্রস্ফুটিত প্রিয় অমলতাস।
অবিশ্রান্ত ঝরছে বারি শিশুর কোলাহল
নৌকা গ'ড়ে ভাসায় জলে বাতাসে টলমল।


শিউরে উঠি বাজ পড়লে বিজুরি চমকায়
আকাশটাকে দীর্ণ করে তীক্ষ্ণ ছুরিকায়।
মন লাগে না তখন কাজে ভয়েই জড়োসড়ো
রাস্তাঘাটে যাচ্ছে ঘটে দুর্ঘটনা বড়ো।


ঠিক সময়ে বর্ষা এলে হর্ষ কৃষকের
কৃষিকার্য তখন শুরু চঞ্চলতা ঢের।
নদীতে বান আসলে পরে ভাঙবে নদীকূল
নদী তখন ফুঁসতে থাকে চাষিভাই ব্যাকুল।


ভালো-মন্দ দুটোই আছে তা নিয়েই জীবন
কষ্ট আছে সুখও আছে দোলায়মান মন।
কোনো বছর ভালো ফসল তখন হাসিমুখ
সবকিছু তো অধীনে নয় হয় পরান্মুখ।


© অজিত কুমার কর