আষাঢ়ের এক সন্ধ্যা
অজিত কুমার কর


সকাল থেকেই চলছে বেজে মেঘের জলতরঙ্গ
ডুবছে উঠছে পানকৌড়ি দেখছি ওদের রঙ্গ
দুটো ডাহুক কিনারাতে খাবার খোঁজায় ব্যস্ত
ছানাদের পেট ভরানোর দায় মায়ের উপর ন্যস্ত।


বর্ষাতে মন কেমন কেমন ঘরের ভিতর বন্দি
মনটাকে প্রফুল্ল রাখে কদম্ব সুগন্ধি।
ডাক এসেছে যেতেই হবে থামছে না তো বৃষ্টি
চশমাতে জল পড়ে আমার ঝাপসা হলো দৃষ্টি।


জনশূন্য বকুলতলা বৃষ্টি পড়ার শব্দ
গাছে অনেক পাখির বাসা বৃষ্টিতে নিস্তব্ধ।
কেন যে ওর হচ্ছে দেরি আমি চিন্তাগ্রস্ত
সময় এখন সাড়ে ছ'টা হয়েই গেছে অস্ত।


কিছু নিশ্চয় ঘটেছে আজ তাই এত বিলম্ব
চালচলনে কখনও ওর পায়নি প্রকাশ দম্ভ।
একমুঠো ফুল কুড়িয়ে নিলাম ছড়াচ্ছে সুগন্ধ
মনময়ূরী নাচে না আর হারিয়ে গেছে ছন্দ।


পায়ে পায়ে এগিয়ে গেলাম রাস্তা কর্দমাক্ত
যত কষ্ট ভুলে যেতাম সঙ্গে যদি থাকত।
কপোল বেয়ে অশ্রুধারা চক্ষু রক্তবর্ণ
পাশে বসে সান্ত্বনা দিই মলিন চাঁপা স্বর্ণ।


© অজিত কুমার কর